দেশজুড়ে যখন গণতান্ত্রিক অধিকার, শ্রমিক স্বার্থ ও সাংবিধানিক মূল্যবোধ, নির্বাচনের অধিকার চ্যালেঞ্জের মুখে, তখন প্রতিবাদ আর বিকল্প রাজনীতির ভাষা হয়ে উঠছেন দীপঙ্কর ভট্টাচার্য। পরঞ্জয় গুহ ঠাকুরতার সঙ্গে আলাপে তিনি তুলে ধরলেন আজকের ভারতের রাজনৈতিক বাস্তবতা, বিহারের আন্দোলন, শ্রমজীবী মানুষের লড়াই এবং 'ভারত জোট'-এর ভবিষ্যৎ সম্ভাবনা। দীপঙ্করের কণ্ঠে উঠে সম্মিলিত সংগ্রামের কথা, সম্পূর্ণ পর্ব দেখতে চোখ রাখুন Inscript.me এর পর্দায়।